ইউরো বাছাই পর্বে ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল রোমানিয়া এবং ইসরায়েল। ম্যাচটি ছিল ইসরায়েলের জন্য বাঁচা মরার লড়াই। সেখানে হেরেছে ইসরায়েল।
মূল পর্বে খেলার লড়াইয়ে টিকে থাকার জন্য শক্তিশালী রোমানিয়াকে হারাতেই হত ইসরায়েলের। ম্যাচেও তাদের শুরুটা হয়েছিল প্রত্যাশা মতই।
দ্বিতীয় মিনিটেই ইরান জাহাবির গোলে এগিয়ে যায় ইসরায়েল। তবে ১০ম মিনিটেই পুসকাসের গোলে খেলায় সমতা ফেরায় রোমানিয়া।
এরপর জয়ের জন্য অনেকগুলো আক্রমন করে ইসরায়েল। ৬৬ শতাংশ বল দখলে রেখে ম্যাচে আধিপত্য বিস্তার করেছিল তারা। কিন্তু রোমানিয়া ৩৪ শতাংশ বল দখলে রাখলেও ইসরায়েলের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমন করতে থাকে।
তেমনই একটি আক্রমন থেকে ম্যাচের ৬৩ মিনিটে এগিয়ে যায় রোমানিয়া। ৮৪ মিনিটে তাদের একজন প্লেয়ার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় এবং এই ১০ জনের রোমানিয়াকেও হারাতে পারেনি ইসরায়েল।
এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান রোমানিয়ার। অন্যদিকে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হয়ে গেল ইসরায়েলের। গ্রুপে আর একম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ড রোমানিয়ার চেয়ে এগিয়ে আছে ৫ পয়েন্টে।
আপনার মতামত লিখুন :