Logo

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ভবিষ্যদ্বাণী


sports pratidin প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৭:৩৫ অপরাহ্ন /
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ভবিষ্যদ্বাণী

ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে চলতি মাসে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আগামী ২২ তারিখ অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এই ম্যাচে ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ কি একাদশ ব্যবহার করেন সেটার দিকে তাকিয়ে আছে ভক্তরা। কারণ, তার ফর্মেশন, প্লেয়ার নির্বাচনই যে ভক্তদের পছন্দ না।

তবে হয়তো আরও একবার ভক্তদের অপছন্দের একাদশ নিয়েই মাঠের একাদশ সাজাতে পারেন দিনিজ। সেটাও ৪-২-৪ ফর্মেশনে এবং সেই সব প্লেয়ার নিয়ে যাদের ভক্তরা দেখতে পছন্দ করে না।

ব্রাজিলের গনমাধ্যম গ্লোবো স্পোর্টস ব্রাজিলের একটি একাদশ প্রকাশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে আগের মতই ৪-২-৪ ফর্মেশনে আর্জেন্টিনার বিপক্ষে নামবে ব্রাজিল। সেই একাদশে যারা থাকছে:-

গোলকিপার: অ্যালিসন বেকার

ডিফেন্ডার: কার্লোস অগাস্তো, মাগালহায়েস, মার্কুইনহোস, এমারসন।

মিডফিল্ড: আন্দ্রে এবং ব্রুনো গুইমারেস।

আক্রমন ভাগ: মার্তিনেল্লি, জেসুস, রোদ্রিগো, রাফিনহা।

এই একাদশ নিয়ে যদি ব্রাজিল মাঠে নামে তাহলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তাদের কি হাল হতে পারে সেসব নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওতে। ভিডিওটি দেখতে ক্লিক করুণ এই লেখার উপর:-