Logo

দীর্ঘ হচ্ছে ব্রাজিলের ফুটবলারদের ইনজুরির তালিকা


sports pratidin প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ন /
দীর্ঘ হচ্ছে ব্রাজিলের ফুটবলারদের ইনজুরির তালিকা

চলতি মৌসুমের শুরু থেকেই ইনজুরি যেন পিছু লেগেছে ব্রাজিলের। একের পর এক ব্রাজিলিয়ান ফুটবলাররা বড় ধরণের ইনজুরির শিকার হচ্ছে।

শুরুটা হয়েছিল রিয়াল মাদ্রিদের সেন্টারব্যাক এডার মিলিটাওকে দিয়ে। এসিএল ইনজুরিতে পরেছিলেন তিনি এবং তাকে মাঠের বাইরে থাকতে হবে ৯ থেকে ১০ মাস।

এরপরই একই রকম ইনজুরিতে পরেন লেফটব্যাক কায়ো হেনরিক। মোনাকোর এই তারকা ইনজুরির কারণে অন্তত ৬-৮ মাস মাঠের বাইরে থাকবেন।

একই রকম ইনজুরিতে পরেছেন নেইমার জুনিয়রও। গত মাসে তিনি ইনজুরিতে পরেন এবং তাকে আগামী কোপা আমেরিকাতেও মিস করতে পারে ব্রাজিল।

এমন বড় ইনজুরি না হলেও কয়েক মাসের জন্য ছিটকে গেছেন ক্যাসমিরো। তিনি অনেক দিন ধরেই মাঠের বাইরে আছেন। সর্বশেষ ইনজুরিতে পরেছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনিও মাঠের বাইরে থাকবেন অন্তত আড়াই মাস।