Logo

মেসিনহোর ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল


sports pratidin প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ৪:৫০ অপরাহ্ন /
মেসিনহোর ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। আজকে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে ল্যাতিনেরই আরেক দেশ ইকুয়েডরকে ৩-১ গোলে পরাজিত করেছে ব্রাজিল।

এই ম্যাচে আরও একবার ম্যাজিক্যাল পারফর্মেন্স দেখা গেল এস্তেভাও উইলিয়ান মেসিনহোর পা থেকে। জোড়া গোল করেছেন তিনি। সঙ্গে অন্য গোলটি করেছেন সৌসা সান্তোস।

ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও উইলিয়ান বা মেসিনহো এবার ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা বলা যায়। তার পারফর্মেন্স দেখার জন্য অনেকগুলো ক্লাবের স্কাউটরা উপস্থিত থাকেন মাঠে।

এই মেসিনহো আজকে জোড়া গোল করেছেন। ম্যাচের ১৪ মিনিটে তার গোলেই এগিয়ে যায় ব্রাজিল। যদিও প্রথমার্ধেই গোলটি পরিশোধ করেছিল ইকুয়েডর।

তবে ৭০ মিনিটে তার আরেকটি গোল ব্রাজিলের লিড এনে দেয় এবং ৯০ মিনিটে সান্তোসের গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।