সৌদামেরিকান অনুর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশীপে দুর্দান্ত পথ চলা ব্রাজিলের যাত্রা থেমে গেছে গ্রুপ পর্বেই। দারুণ ভাবে পথ চলা ব্রাজিলকে হারিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ব্রাজিলের সামনে। আর্জেন্টিনার সাথে ড্র করলেই হবে সমীকরণটা ছিল এমনই। অন্যদিকে আর্জেন্টিনার জিততেই হবে এবং সেটা অন্তত ৩ গোলের ব্যবধানে।
এমন ম্যাচে ৩৭ মিনিটে ম্যাতিয়াস গুডির পেনাল্টি গোলে প্রথম লিড নেয় আর্জেন্টিনা। বিরতির পর ম্যাচে ৫৫ মিনিটে ম্যাতিয়াস প্যালাসিওসের গোলে ব্যবধান দ্বিগুন করে দলটি। আর ম্যাচের ৯৩ মিনিটে গিয়ে চুড়ান্ত গোলটি করেন ব্রুনো অ্যামিওনে।
এই গ্রুপে প্রথম চারটি দলের পয়েন্টই সাত। কিন্তু গোল ব্যবধানে (+৩) এগিয়ে থেকে শীর্ষে আছে উরুগুয়ে। গোল ব্যবধানে (+১) নিয়ে দুই ও তিনে আছে প্যারাগুয়ে ও আর্জেন্টিনা। ব্রাজিলের পয়েন্ট সাত হলেও গোল ব্যবধান ছিল (-১)। তাই তারা নিয়েছে বিদায়।