বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন

নেইমার-জাভি-ইনিয়েস্তা ছাড়া মেসি অচল! পরিসংখ্যান দেখুন

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৭৫ এই মুহুর্তে
  • শেয়ার করুন

লিওনেল মেসিকে বার্সালোনার ইতিহাসের সেরা খেলোয়ার হিসেবেই অভিহিত করা হয়। বার্সালোনার হয়ে সর্বকালের সেরা গোলদাতা মেসি অসংখ্য রেকর্ড ভেঙেছেন এবং রেকর্ড গড়েছেন। আর এই মেসি তার বার্সালোনাতে সতীর্থ হিসেবে পেয়েছেন বিশ্বের সেরা সেরা সব খেলোয়ারদেরই।

বার্সাতে একটা সময় ছিল মেসি-ইনিয়েস্তা-জাভি ত্রয়ীর যুগ। একসাথে তারা মাঠে নামলেই ফুটত ছন্দের ফুল। এরপর সেখানে যুক্ত হন বর্তমান বিশ্বের আরেক নান্দনিক তারকা নেইমার।

তবে অনেকেই বলেন মেসি শুরু থেকেই জাভি-ইনিয়েস্তাদের পাওয়াতে সফল হয়েছে বার্সাতে। এছাড়াও নেইমার মেসির অনেক গোলই তৈরি করে দিয়েছে।

এটা সত্য যে ইনিয়েস্তা, জাভি, নেইমাররা মেসির সাথে দারুণ ছন্দে ছিল এবং তাদের জন্য মেসির মাঠে পরিশ্রম কিছুটা কম করতে হত। তবে এই তারকাদের ছাড়া মেসি অচল এটা অন্তত পরিসংখ্যান বলেনা। মেসি এই তিন তারকাদের ছাড়াই উজ্জল। এমনকি আরো বেশিই উজ্জল।

জাভিকে ছাড়া মেসি- ১৯৩টি ম্যাচ খেলেছে। এই সময়ে মেসি গোল করেছে ১৮১টি। অর্থাৎ ম্যাচ প্রতি প্রায় ১ গোল ছিলই।

নেইমারকে ছাড়া মেসি ৯২টি ম্যাচ খেলেছে। এই ৯২ ম্যাচে ৮২ গোল করেছে।

তবে দেখা যাচ্ছে যে- জাভি দলে না থাকলেও হয়তো বাকি দুইজন কিংবা নেইমার আসার আগে ইনিয়েস্তা মাঠে ছিল নেইমারের পাশে। কিংবা নেইমার এবং জাভি দুজনেই না থাকলেও ইনিয়েস্তা ছিল। কিংবা নেইমার না থাকলেও বাকিরা ছিল।

তবে গত মৌসুমে নেইমার ও জাভির পর ইনিয়েস্তাও বার্সা ছাড়ায় এখন আর এই তিন তারকার কেউই নেই বার্সাতে। আর এই সময়ে মেইস ৩৮ টি ম্যাচ খেলেছে গোল করেছেন ৪১টি। অর্থাৎ মেসির গোল এখানে ম্যাচের চেয়েও বেশি।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের সেরা প্লেয়ার: বেলিংহাম

বার্সার কপাল ভালো, ইনজুরিতে ভরপুর পোর্তোর স্কোয়াড

তিনটি বিষয়ের জন্য মনে হয় বাংলাদেশের সেমিফাইনাল খেলা সম্ভব

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ চূড়ান্ত!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই রিয়াদ

পিএসজি বনাম নিউক্যাসল, বার্সালোনা বনাম পোর্তো

বেলিংহামের ম্যাজিক, ভালভার্দের বুলেট গোল, আবারও কামব্যাক রিয়ালের

ক্যাসমিরোর লাল কার্ড, ইকার্দির পেনাল্টি মিস, দুইবার এগিয়ে গিয়েও ম্যানইউর হার

নেইমার ম্যাজিকে আল হিলালের জয়, নেইমারের গোলের ভিডিও

আল হিলালের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন নেইমার