বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন

৮ গোলের থ্রিলার ম্যাচে হার এড়াল বার্সা

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৬৭ এই মুহুর্তে
  • শেয়ার করুন

স্পানিশ লা লিগায় গতরাতে চরম উত্তেজনাপূর্ন এক ম্যাচ উপভোগ করল ফুটবল ভক্তরা। ভিলারিয়াল ও বার্সালোনার মধ্যকার এই ম্যাচটি টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ৪-৪ গোলের সমতায়।

ম্যাচে শুরুতে বার্সালোনা ২-০ গোলে এগিয়ে যায়। এরপর টানা চার গোল বার্সার জালে দেয় ভিলারিয়াল। শেষে বার্সালোনা আরো দুটি গোল দিলে ম্যাচটি শেষ হয় সমতায়।

এদিন ম্যাচের শুরুতেই দুই ব্রাজিলিয়ান তারকার গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচের ১২ মিনিটে ব্রাজিলিয়ান তারকা কৌতিনহোর গোলে এগিয়ে যাওয়ার চার মিনিট পর আরেক ব্রাজিলিয়ান তারকা ম্যালকমের গোলে লিড দ্বিগুন করে বার্সালোনা।

কিন্তু ম্যাচের ২৩ মিনিটে স্যামুয়েল ভিলারিয়ালের হয়ে একটি গোল শোধ করলে বিরতি পর্যন্ত খেলার ফলাফল ছিল বার্সালোনা ২-১ ভিলারিয়াল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে ভিলারিয়ালকে ম্যাচে সমতায় ফেরায় ইকাম্বি। ৬২ মিনিটে ইবোরার গোলে এবার প্রথমবারের মত এগিয়ে যায় ভিলারিয়াল। ৮০ মিনিটে কার্লোস বাক্কার গোলে ব্যবধান হয় ভিলারিয়াল ৪-২ বার্সালোনা।

৮৬ মিনিটে ধাক্কা খায় ভিলারিয়াল। দলের তারকা আলবারো গনজালেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ভিলারিয়াল। আর ১০ জনের দলটির বিপক্ষে অতিরিক্ত সময়ে বার্সার দুই তারকার গোলে হার এড়িয়ে মাঠ ছাড়ে বার্সা।

ম্যাচের ৯০ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন লিওনেল মেসি। এরপর ম্যাচের ৯৩ মিনিটে সমতাসূচক গোলটি করেন লুইস সুয়ারেজ।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

তিন ম্যাচ নিষিদ্ধ রিয়াল মাদ্রিদ তারকা

ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের সেরা প্লেয়ার: বেলিংহাম

বার্সার কপাল ভালো, ইনজুরিতে ভরপুর পোর্তোর স্কোয়াড

তিনটি বিষয়ের জন্য মনে হয় বাংলাদেশের সেমিফাইনাল খেলা সম্ভব

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ চূড়ান্ত!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই রিয়াদ

পিএসজি বনাম নিউক্যাসল, বার্সালোনা বনাম পোর্তো

বেলিংহামের ম্যাজিক, ভালভার্দের বুলেট গোল, আবারও কামব্যাক রিয়ালের

ক্যাসমিরোর লাল কার্ড, ইকার্দির পেনাল্টি মিস, দুইবার এগিয়ে গিয়েও ম্যানইউর হার

নেইমার ম্যাজিকে আল হিলালের জয়, নেইমারের গোলের ভিডিও