বর্তমান বিশ্বে সবচেয়ে চিত্তাকর্ষক ফুটবলার বলা হয় নেইমারকে। মাঠের খেলায় বিভিন্ন রকম স্কিলে দর্শকদের আনন্দ দিয়ে থাকেন এই ফুটবল জাদুগর।
কিন্তু প্রায় তিন মাস ধরেই মাঠের বাইরে তিনি। ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন নেইমার। তার এই চলে যাওয়ার পর সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে পিএসজির। চ্যাম্পিয়নস লিগ থেকেই ছিটকে গিয়েছিল তারা।
তিন মাস পর অবশেষে প্রথমবারের মত অনুশীলনে ফিরেছেন নেইমার। আর নেইমার ফেরার সাথে সাথেই নেইমার ও পিএসজি ভক্তরা এখন অধির আগ্রহে অপেক্ষা করছে তাকে মাঠে দেখার জন্য। নেইমারকে যে মাঠেই বেশি মানায়।
আজকে রাতে পিএসজির ম্যাচ রয়েছে। তবে এই ম্যাচে নেইমারের খেলার খুব একটা সম্ভাবনা নেই। কেননা মাত্রই ইনজুরি থেকে ফেরা নেইমারকে নিয়ে ঝুঁকি নিবেনা পিএসজি এমনটাই জানিয়ে দিয়েছিলেন থমাস টুখেল। তাই নেইমারের ম্যাজিক দেখার জন্য কিছুটা দিন আরও অপেক্ষা করতে হবে ভক্তদের।