বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:৩১ অপরাহ্ন

লাল কার্ড আর ৯ গোলের ম্যাচে জিতল বায়ার্ন

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৫৭ এই মুহুর্তে
  • শেয়ার করুন

জার্মান লিগের কোয়ার্টার ফাইনালে সম্ভবত এই মৌসুমে নিজেদের সেরা ম্যাচটিই খেলল বায়ার্ন মিউনিখ। প্রায় ৭৫ মিনিট ১০ জন নিয়ে খেলেও জিতেছে ম্যাচ। সেটাও আবার যেন তেন ভাবে নয়, রীতিমত ৯ গোলের বন্যার ম্যাচে। এই ম্যাচে বায়ার্ন ৫-৪ গোলে জয় লাভ করেন।

ম্যাচের ১২ মিনিটেই লিওন গোরেটজকার গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে তিন মিনিট পর নিকলাস সুলে লাল কার্ড দেখলে ম্যাচের ১৫ মিনিটের সময়ই ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন।

সুযোগ কাজে লাগিয়ে পরপর দুই গোল করে এগিয়ে যায় এফসি হেইডেনহেইম। ম্যাচের ২৬ ও ৩৯ মিনিটের দুই গোলে বিরতি পর্যন্ত ২-১ গোলে এগিয়েই ছিল তারা।

বিরতির পর টানা তিন গোল দেয় বায়ার্ন। ৫৩ মিনিটে থমাস মুলার, ৫৫ মিনিটে লেভানদস্কি এবং ৬৫ মিনিটে সার্জি গ্যানব্রের গোলে উল্টো ৪-২ গোলের লিড পায় বায়ার্ন।

এবার ম্যাচের ৭৪ ও ৭৭ মিনিটে জোড়া গোল করে হেইডেনহেইমকে সমতায় ফেরান রবার্ট গ্লাটজেল। উত্তেজনা তখনো বাকি। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ফল নির্ধারক গোলটি করেন লেভানদস্কি। সেই সাথে ৯ গোলের উত্তেজানপূর্ন ম্যাচে শেষ হাসি হাসে বায়ার্ন।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

হ্যারি কেইনের জন্য ৮০ মিলিয়ন প্রস্তাব করবে রিয়াল মাদ্রিদ

ফার্নান্দো দিনিজ হতে পারেন ব্রাজিলের নতুন কোচ

বার্সা রিয়ালকে একা করে সুপার লিগ ছাড়ল জুভেন্টাস

এবার বার্সার বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ফুটবলার জেরার্ড পিকে

বরখাস্ত হচ্ছেন গালটিয়ের, তাকে বিদায় বলে দিয়েছে পিএসজি

মেসির প্রস্তাবে অবাক আল নাসের কর্তৃপক্ষ

রিয়ালের আইকনিক সাত নম্বর জার্সি পড়বে মিডফিল্ডার বেলিংহাম!

এটা পুরোটাই বাংলাদেশের অজুহাত ছাড়া কিছুই না

মেসিদের ম্যাচের টিকিট শুরুতেই শেষ

শুধু লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে এখনও সবার উপরে নেইমার