ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে নান্টেসকে উড়িয়ে দিয়েছে পিএসজি। ম্যাচে নান্টেসকে তারা হারিয়েছে ৩-০ গোলে। আর এই জয়ে ফাইনালে উঠেছে এমবাপ্পেরা।
নেইমার বিহীন পিএসজি এদিন ম্যাচের ২৯ মিনিটে প্রথম এগিয়ে যায়। কিলিয়ান এমবাপ্পের পাস থেকে মার্কো ভেরাত্তির গোলে এগিয়ে যায় প্যারিসের দলটি। প্রথমে ১-০ গোলেই এগিয়ে ছিল তারা।
বিরতির পর আরেকটি ধাক্কা খায় নান্টেস। ম্যাচের ৭২ মিনিটে কালিফা কুলিবেলি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নান্টেস।
এরপরই আরো দুটি গোল পায় পিএসজি। প্রথমটি আসে ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকে। গোলটি করেন এমবাপ্পে। আর খেলার শেষ মুহুর্তে ভেরাত্তির পাস থেকে তৃতীয় গোলটি করেন দানি আলভেস।
ফাইনালে পিএসজির প্রতিপক্ষ রেনেস। প্রথম সেমিতে তারা লিওকে হারিয়েছিল ৩-২ গোলে।