কোপা আমেরিকা ২০১৯। এটা অনুষ্ঠিত হবে ব্রাজিলে। সেই টুর্নামেন্টের জন্যই এখন প্রস্তুতি নিচ্ছে ল্যাতিন আমেরিকার দল গুলো। জুন মাসে হবে এই টুর্নামেন্ট।
তবে কোপা আমেরিকা প্রতি চার বছর পরপর হলেও ২০২০ সালে ফের কোপা আমেরিকার আসর বসবে। আর এই আসরটি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়ায় যৌথ ভাবে।
২০২০ সালের ১২ জুন অনুষ্ঠিত হবে এই আসর। শেষ হবে ১২ জুলাই। ২০২০ সালের এই একই সময়ে চলবে ইউরোর আসর। মুলত ইউরো এর সাথে সমান সময়ে কোপা আমেরিকা আয়োজনের জন্যই আগামী বছর কোপা আমেরিকা হবে এবং এরপর প্রতি চার বছর পরপর ইউরো এবং কোপা আমেরিকা একই সাথে চলতে থাকবে।
এই কোপা আমেরিকাতে ১২টি দল অংশ নিবে। ল্যাতিন আমেরিকার দশটি দলের সাথে দুটি দল থাকবে আমন্ত্রিত। ১২টি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে চারটি দল যাবে কোয়ার্টার ফাইনালে।
কোন গ্রুপে কোন দল থাকছে?
গ্রুপ এ- আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে, বলিভিয়া ও আমন্ত্রিত দল।
গ্রুপ বি- ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, পেরু ও আমন্ত্রিত একটি দল।