স্পানিশ লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সালোনা। ম্যাচে অ্যাতলেটিকোকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। দলের হয়ে গোল দুটি করেন সুয়ারেজ ও মেসি।
ম্যাচের দুটি গোলই আসে ম্যাচের একেবারেই শেষ মুহুর্তে। প্রথম গোলটি আসে ৮৫ মিনিটে। জর্দি আলভার পাস থেকে গোলটি করে বার্সাকে প্রথম এগিয়ে দেন সুয়ারেজ।
সুয়ারেজের গোলের পরের মিনিটেই মেসির গোল। আর তাতেই জয় নিশ্চিত হয় বার্সার।
ম্যাচে গোলের সূচনা ৮৫ মিনিটে হলেও খেলার উত্তেজনা শুরু হয়ে যায় শুরু থেকেই। ম্যাচের ২৭ মিনিটে প্রথম কার্ড দেখে অ্যাতলেটিকো তারকা থমাস। পরের মিনিটেই ডিয়াগো কস্তা সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অ্যাতলেটিকো এবং প্রায় ৭২ মিনিট তাদের ১০ জন নিয়ে খেলতে হয়।
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করার সাথে সাথে লা লিগার শিরোপা জয়ও অনেকটাই নিশ্চিত হয়ে গেল বার্সালোনার।