লিগের শুরু থেকেই হোঁচট খাচ্ছিল বায়ার্ন মিউনিখ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বুরুশিয়ার থেকে অনেক বেশি ব্যবধানেই পিছিয়ে গিয়েছিল দলটি। তবে সেখানে থেকে ঘুড়ে দাড়িয়ে শেষ পর্যন্ত বুরুশিয়াকে হারিয়েই শীর্ষে ফিরল বায়ার্ন। গতরাতে তারা বুরুশিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
দীর্ঘদিন পর বুন্দেশ লিগায় বায়ার্নের আধিপত্য ভাঙতে যাচ্ছে, মৌসুমের শুরু থেকে এমনটাই মনে হচ্ছিল। কিন্তু শেষ দিকে এসে সব গোলমাল হয়ে গেল।
গতকাল মাঠে নামার আগে বুরুশিয়ার পয়েন্ট ছিল ২৭ ম্যাচে ৬৩। সমান ম্যাচে বায়ার্নের পয়েন্ট ছিল ৬১। এই ম্যাচটি ড্র করলেই শীর্ষে থাকতে পারত বুরুশিয়া। কিন্তু উল্টো তারা হয়েছে বিধ্বস্ত।
ম্যাচের মাত্র ১০ মিনিটেই গোলের সূচনা করে ম্যাট হ্যামেলস। ৭ মিনিট পর ব্যবধান বাড়ান লেভানদস্কি। ৪১ ও ৪৩ মিনিটে গোলের হালী পূর্ন করেন জাভি মার্তিনেজ ও সার্জি গ্যানব্রে। এরপর ম্যাচের ৮৯ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন লেভানদস্কি।