ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃসময় কাটিয়ে দারুণ ভাবে ছন্দে ফিরেছে চেলসি। শিরোপা জয়ের আশা নেই মোটেও। তবে আছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার নিশ্চিত করার লড়াই। সেই লড়াইয়ে গতরাতে এক ধাপ এগিয়ে গেল তারা।
গুরুত্বপূর্ন ম্যাচে ওয়েস্টহামকে তারা হারিয়েছে ২-০ গোলে। দুটি গোলই করেছেন রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার অপেক্ষায় থাকা হ্যাজার্ড। এই জয়ে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এসেছে ব্লুজরা।
ম্যাচে ২৪ মিনিটের সময় চেলসিকে প্রথম এগিয়ে দেন হ্যাজার্ড। এরপর দ্বিতীয় গোলটি আসে ম্যাচের একেবারেই শেষ মুহুর্তে।
লিগে ৩৩ ম্যাচে চেলসির পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলা টটেনহামের সংগ্রহ ৬৪ ও আর্সেনালের সংগ্রহ ৬৩।