উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা মাঠে গড়াচ্ছে আজ। আর কোয়ার্টার ফাইনালের প্রথম দিনের লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে ম্যানসিটি ও টটেনহাম।
দুই ইংলিশ দলের এই হাইভোল্টেজ ম্যাচটি হবে টটেনহামের মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এই ম্যাচে জিতবে কোন দল?
ইএসপিএন জরিপে এই ম্যাচে জয়ের পাল্লা ভারী হয়ে আছে ম্যানসিটির। তাদের জরিপে ম্যাচটি ম্যানসিটির জয়ের সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। টটেনহামের জয়ের সম্ভাবনা ২৪ শতাংশ এবং ২৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ম্যাচটি ড্র হওয়ার।