উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। আর প্রথম দিনেই মাঠে নামতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ পর্তুগাল জায়ান্ট পোর্তো।
শক্তি আর নামের বিচারে পোর্তো থেকে যোজন যোজন এগিয়ে আছে লিভারপুল। তবে সাম্প্রতিক সময়ে পোর্তোর পারফর্মেন্সও চোখে পড়ার মতই। বিশেষ করে দলটির ডিফেন্সের প্রশংসা করেছেন পোর্তোর সাবেক রিয়াল মাদ্রিদ তারকা পেপেও।
এই ম্যাচে তাই স্বাভাবিক ভাবেই এগিয়ে থাকছে লিভারপুল। তার মধ্যে ম্যাচটি আবার লিভারপুলের মাঠেই। এই ম্যাচে ইএসপিএনের জরিপেও এগিয়ে আছে অলরেডরাই।
তাদের জরিপে এই ম্যাচে লিভারপুলের জয়ের সম্ভাবনা ৭৫ শতাংশ। পোর্তোর জয়ের সম্ভাবনা ৮ শতাংশ। আর ড্র হওয়ার সম্ভাবনা ১৭ শতাংশ।