কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া প্রীতি ম্যাচে ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ইনজুরির কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি এই ব্রাজিলিয়ান তারকা।
এখনো ইনজুরিতেই আছেন ভিনিসিয়াস। তবে নাইকির অনুরোধে ব্রাজিলের কোপা আমেরিকার জার্সি প্রদর্শনীর ফটোশুটে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
এখানেই ভিনিসিয়াসকে নিয়ে কথা বলেছেন ব্রাজিল কোচ টিটে। ভিনিসিয়াস জার্সির ফটোশুটে থাকলেও কোপা আমেরিকা খেলবেন এমন নিশ্চয়তা দেননি ব্রাজিল কোচ।
তিনি বলেন, যদি ভিনিসিয়াস ভালো খেলে তাহলে সে অবশ্যই ডাক পাবে (হাসি)।
প্রতিটা কোচই চায় তার সেরা খেলোয়াড়দের দলে রাখতে। একই সাথে তারা যেন সব সময় ভালো করার জন্য মুখিয়ে থাকে সেটাও নিশ্চিত করতে চায়। সেজন্যই হয়তো ভিনিসিয়াসকে তাতিয়ে দেয়ার জন্য এমন কথাটি বললেন টিটে।
ভিনিসিয়াস ব্রাজিলের হয়ে পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচে ডাক পেয়েছিলেন। প্রথম ম্যাচে পানামার সাথে ড্র করেছিল ব্রাজিল। সেই ম্যাচে প্রতিপক্ষের পূর্ন ডিফেন্সিভ খেলার কারণে সমস্যায় পড়তে হয়েছিল ব্রাজিলকে। এই ম্যাচ শেষে টিটে বলেছিলেন, ভিনিসিয়াস এমন একজন খেলোয়াড় যে এই ধরনের ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। তার জন্য এখনো সুযোগ আছে কোপার স্কোয়াডে জায়গা করে নেয়ার।