বার্সালোনার বিপক্ষে স্পানিশ লা লিগার ম্যাচে লাল কার্ড দেখেছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদ তারকা ডিয়াগো কস্তা। আর এই লাল কার্ড তার জন্য আরো বড় দুঃসংবাদ বয়ে নিয়ে আনতে যাচ্ছে।
ম্যাচে লাল কার্ড এবং রেফারির সাথে খারাপ আপরণের পুরোটাই ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছে ঐ ম্যাচের রেফারি। এই লাল কার্ডের জন্য ডিয়াগো কস্তাকে আট ম্যাচের জন্য ব্যান করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্পানিশ ফুটবল ফেডারেশন।
স্পানিশ বেশকিছু গনমাধ্যম জানিয়েছে, এই লাল কার্ডের পর তিরষ্কারের জন্য চার ম্যাচ এবং ম্যাচ অফিসিয়ালদের সাথে খারাপ আচরণের জন্য আরও চার ম্যাচ নিষিদ্ধ করা হবে তাকে।
অ্যাতলেটিকোর এই মৌসুমে বাকি আছে ৭ ম্যাচ। যদি আট ম্যাচ ব্যান করা হয় তাহলে এই মৌসুমে আর মাঠে নামতে পারবেনা এই তারকা। একই সাথে মিস করবেন আগামী মৌসুমের প্রথম ম্যাচটিও।