উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা চলছে। চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই রাউন্ডের। এই চার ম্যাচে টটেনহামের কাছে হেরেছে ম্যানসিটি। লিভারপুলের কাছে হেরেছে পোর্তো। আয়াক্সের সাথে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস এবং বার্সালোনা ১-০ গোলে জিতেছে ম্যানইউর বিপক্ষে।
চ্যাম্পিয়নস লিগে গত আসরের সেরা গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার গোল সংখ্যায় আছেন পিছিয়ে। তবে তার প্রতিদ্বন্দ্বী মেসি আছেন সবার উপরে। চলুন দেখে নেই চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা কারা।
লিওনেল মেসি এবং রবার্ট লেভানদস্কি আছেন সবার উপরে। এই দুই তারকার গোল ৮টি করে। আয়াক্সের ট্যাডিক, পোর্তোর মুসা মারেগা, পিএসজির নেইমার, রোমার জোকো, জুভেন্টাসের দিবালা ও রোনালদো, হোফেনহেইমের কামারিচ, টটেনহামের হ্যারি কেইন, ম্যানসিটির অ্যাগুয়েরু- প্রত্যেকের গোলই ৫টি করে।
চারটি করে গোল করেছেন- বুরুশিয়ার গুয়েরেইরো, ইন্টারের ইকার্দি, পিএসজির এমবাপ্পে, রিয়ালের বেনজামা, ম্যানসিটির লিরয় সানে ও জেসুস, অ্যাতলেটিকোর গ্রীজম্যান।