উয়েফা ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিয়ান জায়ান্ট নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। অন্য আরেক ম্যাচে ইংলিশ জায়ান্ট চেলসি ১-০ গোলে জিতেছে স্লাবিয়া প্রাগুয়ের বিপক্ষে।
নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটে অ্যরন রমসির গোলে প্রথম এগিয়ে যায় আর্সেনাল। ১০ মিনিট পর নাপোলি ডিফেন্ডার কুলেবালির আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে আর্সেনালের। শেষ পর্যন্ত ২-০ গোলের লিড ধরে রেখেই ম্যাচটি শেষ করে গানাররা।
এদিকে আরেক ম্যাচে স্লাবিয়ার মাঠে জিততে বেশ কষ্ট করতে হয়েছে চেলসিকে। ম্যাচে তারা জিতেছে ১-০ গোলে এবং এই গোলটি এসেছে ম্যাচের ৮৬ মিনিটে। উইলিয়ানের পাস থেকে গোলটি করেছিলেন মার্কোল আলোনসো।