সৌদামেরিকানা অনুর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নসশীপে শিরোপার সুভাস পাচ্ছে আর্জেন্টিনা। গতরাতে তারা প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে পৌছে গেছে শিরোপার শেষ ধাপে।
সৌদামেরিকা অনুর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে গতরাতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের প্যারাগুয়েকে হারায় তারা ৩-০ গোলে।
ম্যাচের প্রথম গোলটি আসে ২৩ মিনিটে। হুয়ান পাবলোর এই গোলের পর ৪২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন ক্রিশ্চিয়ান মেডিনা। এরপর ৮৬ মিনিটে অ্যালান অগাস্টিনের গোলে বড় জয় নিশ্চিত করে তারা।
আর্জেন্টিনার শেষ ম্যাচ দুর্বল এবং একেবারেই দুর্বল ইকুয়েডরের বিপক্ষে। ৬ দলের চুড়ান্ত পর্বে ইকুয়েডর আছে ৬ নম্বরে। আর্জেন্টিনা এই ম্যাচে জিতলেই জিতে যাবে শিরোপা। হারলেও থাকবে সম্ভাবনা। তবে সে ক্ষেত্রে অন্য ম্যাচে হারতে হবে চিলিকেও।