উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভালো অবস্থানেই আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস এবং লিওনেল মেসির বার্সালোনা। মেসির বার্সা বরং একটু এগিয়েই আছে। তারা ম্যানইউর মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস আয়াক্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ফিরেছে।
তাই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের ম্যাচে দুই দলেরই পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় দলের সেরা ছাত্রদের তরতাজা পেতেই লিগের ম্যাচে বিশ্রাম দিচ্ছে দুই দলের সেরা দুই তারকাকেই।
ইতালিয়ান সিরিএতে আজকে মাঠে নামবে জুভেন্টাস। এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম দেয়ার কথা বলেছেন জুভেন্টাস কোচ আলেগ্রী।
অন্যদিকে স্পানিশ লা লিগায় আজকে মাঠে নামবে বার্সালোনা। এই ম্যাচেও মেসিকে বিশ্রাম দেয়ার কথা বলেছেন ভালভার্দে। তবে শুধু মেসিই নয়, দলের অনেক খেলোয়াড়কেই বিশ্রাম দেয়ার কথা বলেছেন বার্সা কোচ।