আজকের ম্যাচে জিতলেই শিরোপা নিশ্চিত হত জুভেন্টাসের। কিংবা হাড় এড়াতে পারলেই হত। কিন্তু সেই ম্যাচে উল্টো জুভেন্টাস হেরে গেল স্পালের কাছে। এই হারের ফলে শিরোপা উৎসবের জন্য কেবল একটু সময়ই বাড়ল জুভেন্টাসের।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে জুভেন্টাস। প্রথম লেগে ১-১ গোলে ড্র করায় এই লড়াই এখনো উন্মোক্ত। তাই দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বেশ কিছু তারকাকেই বিশ্রাম দিয়েছিলেন জুভেন্টাস কোচ।
তারপরও ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল জুভেন্টাসই। ম্যাচের ৩০ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন ময়েস কেন।
এরপর ঘুড়ে দাড়ায় স্পাল। ম্যাচের ৪৯ মিনিটে কেভিন বুনিফাজি ও ৭৪ মিনিটে সার্জিও ফ্লুকারির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্পাল এবং শেষ পর্যন্ত এই লিড ধরে রাখে দলটি।