ইংলিশ প্রিমিয়ার লিগে আজকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও লিভারপুল। লিভারপুলের মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
এই ম্যাচটি দুই দলের জন্যই আবার মহাগুরত্বপূর্ন ম্যাচ। আজকের ম্যাচে যে হারবে তারই স্বপ্ন দিতে হতে পারে জলাঞ্জলি।
লিভারপুলের লড়াই এখন শিরোপার জন্য। তাদের প্রধান প্রতিপক্ষ ম্যানসিটি ঠিক তাদের ঘারেই শ্বাস ফেলছে। ৩৩ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ম্যানসিটির সংগ্রহ ৮০ পয়েন্ট। যার কারণে লিভারপুল পরের কোন ম্যাচেই যদি হোঁচট খায় তাহলেই শিরোপা স্বপ্ন শেষ হয়ে যেতে পারে।
অন্যদিকে শিরোপার লড়াই থেকে চেলসি ছিটকে গেছে আগেই। তবে আছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়ার লড়াইয়ে। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট ম্যানইউর। এক ম্যাচ কম খেলা আর্সেনালের সংগ্রহ ৬৩। তাই এই দুটি দল ক্রমাগতই চাপ দিচ্ছে চেলসির উপর। সেজন্য আজকের ম্যাচে কোন ভাবে হোঁচট খেলেই শেষ হয়ে যেতে পারে চেলসির চ্যাম্পিয়নস লিগে খেলার আশা।