তর্কাতিত ভাবে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় বলা হয় তাকে। আর সেই সেরা খেলোয়াড় যে কেন বলা হয় সেটাও মেসি দেখাচ্ছেন। চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল তার। আছেন গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে।
তবে মেসি শুধু গোলেই নয়, সেরা পাঁচটি লিগের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন তিনি।
মেসি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৫টি ম্যাচে ম্যাচসেরা হয়েছেন। দুই নম্বরে আছেন হ্যাজার্ড। তিনি ম্যাচসেরা হয়েছেন ১৩টি ম্যাচে।
লিলের তারকা নিকোলাস পেপে আছেন তিনে। ১১টি ম্যাচে ম্যাচসেরা হয়েছেন এই তারকা। ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন চারে। তিনি ৯টি ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন। পাঁচে আছেন ম্যানসিটি তারকা রাহিম স্টার্লিং। তিনি ম্যাচসেরা হয়েছেন ৮টি ম্যাচে। এছাড়াও ভ্যালেন্সিয়া তারকা ড্যানিয়েল পারেজো আটটি ম্যাচে ম্যাচসেরা হয়েছেন।
কাগলিয়ারি তারকা অ্যালিসিও কারাঙ্গো এবং পিএসজি তারকা এমবাপ্পে ৭টি করে ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন। টটেনহামের হ্যারি কেইন এবং বুরুশিয়ার জ্যাডন সাঞ্চো ৬টি করে ম্যাচে ম্যাচসেরা হয়েছেন।