মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বর্তমান বিশ্বে সেরা খেলোয়াড় কে? যতই হ্যারি কেইন বা এমবাপ্পেরা জেগে উঠুক, সেই তিন নম্বর তালিকায় আছেন নেইমারই।
কিন্তু বার্সালোনা সভাপতি বার্তামেউ মনে করেন নেইমার নয়, নেইমারের থেকেও সেরা এখন দেম্বেলেই।
নেইমার ২০১৭ সালে বার্সার মনে কষ্ট দিয়ে অনেকটা জোড় করেই বেড়িয়ে গেছেন। নেইমারকে বার্সালোনা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেস্টা করেছিল। কিন্তু তার রিলিজক্লজ ২২০ মিলিয়ন হওয়ায় এবং সেই পুরো টাকাটা পিএসজি দিতে রাজি হওয়ায় বার্সার কিছুই করার ছিল না।
সেই টাকা দিয়ে বার্সালোনা পরবর্তিতে দেম্বেলে এবং কৌতিনহোকে কিনে। কিন্তু এই দুই তারকা নেইমারের মত প্রভাব ফেলতে পারেনি বার্সালোনা দলে। তাই মনের দু:খেই হয়তো নেইমারের সেই যাওয়াটা এখনো মেনে নিতে পারছেনা বার্তামেউ।
সম্প্রতি স্পেনের একটি টিভিকে বার্তামেউ বলেন, “দেম্বেলের লেভেল এখন নেইমারের থেকেও ভালো। সে নেইমারের থেকে সেরা খেলোয়াড় এবং সে এরই মধ্যে মানিয়ে নিয়েছে।”
বার্তামেউ যতই বলুক, দেম্বেলে নেইমারের থেকে ভালো। কিন্তু আসলেই কি তাই? নেইমার বার্সালোনাতে থাকার সময় তাদের আক্রমন ভাগ ছিল বিশ্বের সেরা আক্রমন ভাগ এবং প্রতিপক্ষকে যেকোন ভাবেই গুড়িয়ে দেয়ার ক্ষমতা ছিল তাদের। সেখানে দেম্বেলেকে নিয়ে তেমন কোন আক্রমন ভাগই তৈরি করতে পাড়েনি।
এদিকে নেইমারও পিএসজিতে ভালো নেই। একের পর এক ইনজুরি তার ক্যারিয়ারের ক্ষতিই করে দিয়েছে। পায়ে দুইবার দুটি আঘাতে দুই বারই মৌসুমের প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে। গুরুত্বপূর্ন মুহুর্তে নেইমার মাঠে বাইরে চলে গেছেন আর তার দলও বাদ হয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। আর নেইমারকে কটুক্তি করার এই সুযোগটি হয়তো ছাড়তে চাইছিলনা বার্তামেউ।