উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রয়েছে দুটি ম্যাচ। সমান সময়ে শুরু হওয়া দুটি ম্যাচের একটিতে মুখোমুখি হবে টটেনহাম ও ম্যানসিটি এবং অন্যটিকে মুখোমুখি হবে লিভারপুল ও পোর্তো।
ম্যানসিটির ম্যাচটি অনুষ্ঠিত হবে নিজেদের মাটিতে। অন্যদিকে লিভারপুল যাবে পোর্তোর বিপক্ষে অতিথি হয়ে।
এই দুটি ম্যাচেই দল। গুলোর একাদশে রয়েছে ব্রাজিলিয়ান তারকাদের আধিপত্য। এফসি পোর্তোতে রয়েছে সবচেয়ে বেশি ব্রাজিলিয়ান তারকা। এই দলে আছেন ব্রাজিলের আলেক্স টেলেস, এডার মিলিটাও, ফার্নান্দো অ্যান্ড্রাদে দস সান্তোস, ভানা, ফিলিপ, ওটাভিও, ফ্রান্সিসকো সোয়ারেস। এরা সবাই পোর্তোর গুরুত্বপূর্ন সদস্য।
অন্যদিকে লিভারপুলে খেলবেন ব্রাজিল জাতীয় দলের তিন তারকা অ্যালিসন, ফিরমিনো এবং ফ্যাবিনহো।
এদিকে ম্যানসিটির ম্যাচেও রয়েছে ব্রাজিলিয়ান তারকাদের আধিপত্য। এই দলটিতে আছে ব্রাজিলের দ্বিতীয় গোলকিপার এডারসন, ফরোয়ার্ড জেসুস, মিডফিল্ডার ফার্নিন্দিনহোরা। এছাড়া টটেনহামে আছে লুকাস মউরা।
তাই চ্যাম্পিয়নস লিগের আদলে একপ্রকার ব্রাজিলিয়ানদের আধিপত্যের ম্যাচও হতে যাচ্ছে এই দুটি।