তুমুল উত্তেজনাপূর্ন লড়াইয়ের পর হতাশা নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা আবহানী। আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের ক্লাব মিনারভা পাঞ্জাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আবহানী।
ম্যাচে দুইবার পিছিয়ে পড়েছিলে আবহানী। দুইবারই সমতায় ফেরে তারা। তবে এখানেই শেষ নয়, এগিয়ে যাওয়ারও সুযোগ এসেছিল আবহানীর সামনে। কিন্তু সেটা হয়ে উঠেনি তাদের।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল মিসের খেসারত দিয়েছে প্রথম ম্যাচে নেপালের চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদি ক্লাবকে হারানো আকাশি-হলুদরা। জিতলে পরের রাউন্ডে ওঠার পথটা আরো পরিস্কার হতো।
শেষ দিকে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা ছিল মিনারভা পাঞ্জাবের। ড্রয়ের স্বস্তিটাও তাই কম নয় ভারতের ক্লাবটির। আবাহনীকে তারা যে ফিরতি ম্যাচে পাবে ঘরের মাঠে।
আবহানী ম্যাচের ২০ মিনিটে প্রথম পিছিয়ে পড়ে। পরের মিনিটেই আবহানী ম্যাচে ফেরে জীবনের গোলে। কিন্তু বিরতির আগেই ফের এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই আবার ম্যাচে ফিরে আসে আবাহনী। ওয়ালি ফয়সালের ফ্রিকিক ক্রসবারে লেগে ফিরলে নাইজেরিয়ান সানডে কোনো ভুল করেননি। ম্যাচসেরা হওয়া এ নাইজেরিয়ানের টোকায় ম্যাচ ২-২।
এরপর আবহানী বেশ কয়েকটি আক্রমন করে। কিন্তু ফল না আসায় জয় পাওয়া হয়নি।