বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:৫৮ অপরাহ্ন

যে পারছে সেই গোল দিয়ে যাচ্ছে পিএসজিকে

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৩৪ এই মুহুর্তে
  • শেয়ার করুন

প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানোই পিএসজির কাজ। ইউরোপের বড় দল গুলোর মধ্যে যারা নিয়মিতই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ম্যাচ শেষ করে তাদের মধ্যে পিএসজিও একটা।

কিন্তু যে পিএসজি প্রতিপক্ষকে উড়িয়ে দিতে অভ্যস্ত সেই পিএসজিকেই এখন যে পারছে গোল দিয়ে যাচ্ছে?

কিছুদিন আগে স্ট্রাসবার্গ পিএসজির সাথে ২-২ গোলে ড্র করেছিল। এরপরের ম্যাচে লিলের কাছে ৫ গোল হজম করেছিল পিএসজি। সেই ক্ষত না শুকাতেই এবার নান্টেসের কাছেও ৩ গোল হজম করল তারা।

লিগে ১৫ নম্বরে ছিল নান্টেস। তাদের পয়েন্ট ছিল পিএসজির তিন ভাগের ১ ভাগ। কিন্তু সেই দলটিই হারিয়ে দিল পিএসজিকে।

এদিন ম্যাচে প্রথম গোলটি করেন দানি আলভেস। ম্যাচের ১৯ মিনিটে দর্শনীয় দুরপাল্লার শটে গোলটি করেন তিনি।

এরপর ম্যাচের ২২ মিনিটে সান্তোস সিলভা ও ৪৪ মিনিটে আব্দুল মাজেদ ওয়ারিসের গোলে এগিয়ে যায় নান্টেস।

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান ৩-১ করেন সান্তোস সিলভা। তবে ম্যাচের ৮৯ মিনিটে পিএসজির হয়ে আরেকটি গোল শোধ করেন গুচলো। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। হেরেই মাঠ ছেড়েছে প্যারিসিয়ানরা।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

রিয়ালের মৌসুম সেরা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র

বার্সালোনা-আল হিলালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেসি যাচ্ছেন আরেক ক্লাবে

হ্যারি কেইনের জন্য ৮০ মিলিয়ন প্রস্তাব করবে রিয়াল মাদ্রিদ

ফার্নান্দো দিনিজ হতে পারেন ব্রাজিলের নতুন কোচ

বার্সা রিয়ালকে একা করে সুপার লিগ ছাড়ল জুভেন্টাস

এবার বার্সার বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ফুটবলার জেরার্ড পিকে

বরখাস্ত হচ্ছেন গালটিয়ের, তাকে বিদায় বলে দিয়েছে পিএসজি

মেসির প্রস্তাবে অবাক আল নাসের কর্তৃপক্ষ

রিয়ালের আইকনিক সাত নম্বর জার্সি পড়বে মিডফিল্ডার বেলিংহাম!

এটা পুরোটাই বাংলাদেশের অজুহাত ছাড়া কিছুই না