ম্যানইউকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বার্সালোনা। সেখানে তাদের প্রতিপক্ষ কে হয় সেটার জন্যই অপেক্ষা করছিল তারা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিল লিভারপুল। পোর্তোকে উড়িয়ে দিয়ে সেমিতে উঠেছে তারাও। সেমিফাইনালে তারাই মুখোমুখি হবে বার্সালোনার।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই নিজেদের কাজটি সেরে রেখেছিল লিভারপুল। নিজেদের মাঠে সেই ম্যাচে পোর্তোকে হারিয়েছিল ২-০ গোলে। বাকি থাকা আনুষ্ঠানিকতাও গতরাতে সেরে নিয়েছে তারা। পোর্তোর মাঠে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে ক্লপের দল।
ম্যাচের ২৬ মিনিটে সাদিও মানের গোলে প্রথম এগিয়ে যায় লিভারপুল। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে ছিল দলটি।
বিরতির পর ম্যাচের ম্যাচের ৬৫ মিনিটে সালাহর গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল। ৪ মিনিট পরই অবশ্য পোর্তোর তারকা এডার মিলিটাও একটি গোল করেন। তবে সেটা কেবলই শান্তনার। এরপর লিভারপুল আরও দুই গোল করে। ম্যাচের ৭৭ মিনিটে ফিরমিনো এবং ৮৪ মিনিটে ভিরগিল ভ্যান ডিজকের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে অলরেডরা।