উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের খেলা শেষ হয়েছে। গতরাতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের পর নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল।
ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করা চার দল হল- চেলসি, ফ্রাঙ্কফুর্ট, আর্সেনাল ও ভ্যালেন্সিয়া।
স্লাভিয়া প্রাগুয়ের বিপক্ষে দারুণ উত্তেজনাপূর্ন এক ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে চেলসি। ম্যাচে তারা ৪-৩ গোলে জয় লাভ করে। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে সেমিতে উঠে চেলসি।
আরেক ম্যাচে নাপোলিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। নিজেদের মাঠে জয়ের পর গতরাতে নাপোলির মাঠেও জিতেছে আর্সেনাল ১-০ গোলে।
এদিকে নিজেদের মাঠে বেনফিকা ৪-২ গোলে জিতেছিল ফ্রাঙ্কফুর্টের কাছে। কিন্তু দ্বিতীয় লেগে উল্টো হেরে যায় ২-০ গোলে। ফলে প্রতিপক্ষের মাটিতে গোল করার সুবাধে সেমিতে উঠে ফ্রাঙ্কফুর্ট।
অন্যদিকে ভিলারিয়ালকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভ্যালেন্সিয়া। ম্যাচে তারা জিতেছে ২-০ গোলে।