উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হয়েছে। এখন সেমিফাইনালের অপেক্ষা। আর সেই সেমিতে উঠেছে দুই ইংলিশ দল লিভারপুল ও টটেনহাম। তাদের সাথে আছে ডাচ ক্লাব আয়াক্স এবং স্পানিশ জায়ান্ট বার্সালোনা।
এই চার দলের সেমিফাইনাল নিশ্চিত হতেই আরেকটি পর্ব নিশ্চিত হয়েছে। সেটা হল, সাবেক লিভারপুল তারকা ফিলিপ কৌতিনহোর আবারও আনফিল্ডে ফেরা।
লিভারপুল ছেড়েই বার্সালোনাতে পাড়ি জমিয়েছিলেন ফিলিপ কৌতিনহো। এবার সেমিফাইনালে বার্সালোনা ও লিভারপুল মুখোমুখি হওয়ায় আরেকবার আনফিল্ডে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা। একই সাথে তাকে আনফিল্ডে ভক্তরা কিভাবে গ্রহন করে সেটাই দেখার বিষয়।