২৩ জানুয়ারী থেকে মাঠের বাইরে আছেন নেইমার। পায়ে আঘাত পেয়ে মৌসুমের অর্ধেকটাই মিস করেছেন তিনি।
তার অবর্তমানে পিএসজি বাদ হয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত হলেও সর্বশেষ দুই ম্যাচে হজম করেছে ৮ গোল।
একই সাথে নেইমার মিস করেছে ব্রাজিলের জার্সিতে পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে প্রীতি ম্যাচও। তবে মিসের খাতাটা অবশেষে বন্ধ হতে যাচ্ছে। নেইমার মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন।
পিএসজির পরের ম্যাচ আগামী ২১ এপ্রিল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ মোনাকো। এই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে চান নেইমার এমনটাই জানিয়েছেন তিনি।
নেইমার চলতি মৌসুমে মাত্র ২৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এই ২৩ ম্যাচেই ২০ গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছিলেন তিনি।