শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন

মেসির হাতেই ৬ষ্ঠ ব্যালন ডি অর দেখছেন রিভালদো

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৫৪ এই মুহুর্তে
  • শেয়ার করুন

স্পানিশ লা লিগা জয় কেবলই সময়ের ব্যাপার। স্পানিশ কোপা ডেল রে তে ফাইনাল নিশ্চিত করেছে বার্সালোনা। উঠেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। সম্ভাবনা আছে ট্রেবল জয়ের।

আর বার্সার এমন সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগে তিনিই সর্বোচ্চ গোল দাতা। শুধু তাই নয়, ইউরোপের সেরা পাঁচটি লিগের তারকাদের মধ্যে মেসির গোলই সবচেয়ে বেশি।

লিওনেল মেসি এই মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪২ টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৪৫টি। আর এমন মেসির হাতেই পরের ব্যালন ডি অর দেখছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রিভালদো।

বলা ভালো এবার পার্ফেমেন্সে মেসির ধারে কাছেও নেই কেউই। এমবাপ্পে গোল করেছেন বটে ৩৩টি, তবে তার দল চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই নিয়েছে বিদায়।

ক্রিশ্চিয়ানো রোনালদো টিকে ছিল শেষ লড়াইয়ে। কিন্তু বিদায় হয়ে গেছে তাদেরও। ব্যক্তিগত পারফর্মেন্সে তাই মেসির ধারে কাছেও নেই কেউই। সেজন্য মেসির হাতেই পরের ব্যালন ডি অর উঠবে বলে বিশ্বাস করেন রিভালদো।

তিনি বলেন, “সে গোল করছে, অ্যাসিস্ট করছে এবং দীর্ঘসময় ধরে লা লিগার টপ স্কোরার রয়েছে। এবং আমার মনে হয় সে চ্যাম্পিয়নস লিগে যা করেছে তা তার যোগ্যতার প্রমান।”

“সে বাইসাইকেল কিকে গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু এটা সহজ নয়। কেননা, আপনি জানেন না ম্যাচের কোন সময় এই সুযোগ আসবে। তবে তার প্রচেষ্টা ভালো ছিল।”

“এমনকি সে যদি এবার চ্যাম্পিয়নস লিগ না জিতে তাহলেও সে এরই মধ্যে যা করেছে তার জন্য ব্যালন ডি তার প্রাপ্য।”

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

হাসান আলীর চেয়ে আমির জায়গা পেলে আরও ভালো হত

তলানীতে থাকা দলের বিপক্ষে পয়েন্ট হারাল আল হিলাল

আমি একমাত্র আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার যে যথাযথ সম্মান পায়নি: মেসি

আজকে গোলের খাতা খুলতে পারবেন নেইমার!

আল হিলালের একাদশে নেইমার

নেইমার আসায় সৌদি লিগের দর্শক বেড়েছে ৩১৭ শতাংশ

বার্সাতে খেলার জন্য বিশাল অংকের বেতন প্রত্যাখ্যান করেছি: ফেলিক্স

টি-টুয়েন্টি ক্রিকেটের দানবগুলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

আজকে আবারও নেইমার ম্যাজিক দেখবে আল হিলাল ভক্তরা

ইনজুরিতে মাঠ ছাড়েন মেসি, বিকল্প হয়ে মাঠে নেমেই জোড়া গোল টেইলরের