বার্সালোনাতে সর্বজয়ী কোচ ছিলেন পেপ গার্দিওলা। লা লিগা, কোপা ডেল রের সাথে সাথে দুইবার জিতেছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
কিন্তু বার্সালোনা ছাড়ার পর সেই চ্যাম্পিয়নস লিগের দেখা আর পায়নি সে। প্রথমে বায়ার্ন এবং পড়ে ম্যানসিটিতে গিয়েও সেমিফাইনালের গন্ডিও পেরোতে পারেনি কখনোই। আর এর কারণে হিসেবে লিওনেল মেসির কথাই উল্লেখ করেছেন রুড গুলিট।
বেন স্পোর্টসকে তিনি বলেন, “গার্দিওলা চ্যাম্পিয়নস লিগ জিতেনি। কারণ তার কোন মেসি নেই যে কিনা সবচেয়ে বড় পার্থক্য।”
“সে বায়ার্নে চেস্টা করেছিল এবং প্রতিবার খুব কাছে পৌছেছিল। কিন্তু পারেনি সফল হতে।”
“বায়ার্নের হয়ে বুন্দেশ লীগা জেতা বড় কোন সফলতা নয়। কারণ তারা এটা প্রতি বছরই জিতে।”
“গার্দিওলার সময় বার্সার অধিকাংশ ম্যাচে বড় অবদান ছিল মেসির। আপনি তেমন একটা দল কখনোই কিনতে পারবেন না। আমার তার জন্য খারাপ লাগছে।”