চ্যাম্পিয়নস লিগ থেকে জুভেন্টাসের বিদায়ের কারণে লিওনেল মেসি ব্যালন ডি অর লড়াইয়ে সবচেয়ে এগিয়ে গেল বলেই মন্তব্য করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো।
চলতি মৌসুমে পারফর্মেন্সে মেসির ধারে কাছেও নেই কেউই। ৪২ ম্যাচে করেছেন ৪৫ গোল। লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগে টপ স্কোরার তিনিই।
সম্ভাব্য দলীয় অর্জনের দিকেও বেশ এগিয়ে আছেন মেসি। লা লিগার শিরোপা তো প্রায় নিশ্চিত। কোপা ডেল রের ফাইনালেও আছে তারা। চ্যাম্পিয়নস লিগের সেমিতে উঠেছে বার্সা। সম্ভাবনা আছে ট্রেবল জয়ের।
তবে চ্যাম্পিয়নস লিগ না জিতলেও মেসির হাতেই ব্যালন ডি অর উঠবে বলেই মন্তব্য করেছিলেন সাবেক ব্রাজিল তারকা রিভালদো। আর যেন রিভালদোর কন্ঠেই সুর মিলিয়েছেন মরিনহো।
তার কথায়, রোনালদো হতে পারত মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ। কেননা, জুভেন্টাসের লিগ শিরোপা প্রায় নিশ্চিত। তাই তারা যদি চ্যাম্পিয়নস লিগ জিতত তাহলে রোনালদোর হাতেই উঠতে পারত এই শিরোপা। কিন্তু তারা বিদায় নেয়ায় মেসির হাতেই উঠতে যাচ্ছে এই ট্রফি।