তর্কাতিত ভাবে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। অন্যদিকে অলিভার জিরদ তুলনায় মেসির ধারে কাছেও নেই। কিন্তু সেই জিরদই এবার
উয়েফা চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছেন লিওনেল মেসি। তার গোল ১০টি।
অন্যদিকে উয়েফা ইউরোপা লিগে সবচেয়ে বেশি গোল করেছেন অলিভার জিরদ। তিনিও ১০টি গোল করেছেন।
চলতি মৌসুমে এই দুজনই উয়েফার বড় দুটি টুর্নামেন্টে ১০ গোল করেছেন। এছাড়া আর কোন খেলোয়াড়ই ১০ গোল করতে পারেনি।