কিছুদিন আগেই উয়েফা চ্যাম্পিয়নস লিগে টটেনহামের কাছে হেরে বিদায় নিয়েছিল ম্যানসিটি। টটেনহামের মাঠে ১-০ গোলে হেরে আসার পর নিজেদের মাঠে ৪-৩ গোলে জিতলেও অ্যাওয়ে গোলের হিসেবে সেমিতে উঠে যায় টটেনহাম।
সেই ক্ষত না শুকাতেই আবারও প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামে এই দুই দল। এই ম্যাচটিও আবার কম গুরুত্বপূর্ন ছিলনা ম্যানসিটির কাছে। কেননা এই ম্যাচে হারলে আবার প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে।
এমন ম্যাচে আর কোন ভুল করলো না ম্যানসিটি। নিজেদের মাঠেই অনুষ্ঠিত এই ম্যাচে তারা জিতেছে ১-০ গোলে।
ম্যাচের ৫ম মিনিটে দলের একমাত্র ও ফলনির্ধারক গোলটি করে ফিল ফোডেন। অ্যাগুয়েরুর পাস থেকে গোলটি করেন তিনি।
এই ম্যাচে জয়ের ফলে ৩৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাড়ালো ৮৬। সমান ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮৫ পয়েন্ট।