ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকার লড়াইয়ে বড় রকমের হোচট খেল ম্যানচেষ্টার ইউনাইটেড। আজ তারা এভারটনের কাছে হেরেছে ৪-০ গোলে।
এভারটনের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র ১৩ মিনিটের সময়ই ব্রাজিলিয়ান তারকা রিচারলিশনের দর্শনীয় গোলে এগিয়ে যায় এভারটন। ডমিনিক কালভার্টের পাস থেকে বাইসাইকেল কিকে গোলটি করেন এই ব্রাজিলিয়ান তারকা।
এরপর ম্যাচের ২৮ মিনিটে ফের গোল পায় এভারটন। এবার গোলটি করেন সিগার্ডসন। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া এভারটন ম্যাচের ৫৬ মিনিটে লুকাস ডিগনের গোলে ব্যবধান ৩-০ করে। এরপর ম্যাচের ৬৪ মিনিটে বদলি হিসেবে নামা ওয়ালকটের গোলে হালী পূর্ন করে।
এই হারে শীর্ষ চারে তাকা কঠিন হয়ে গেল ম্যানইউর জন্য। তাদের এখন সংগ্রহ ৩৪ ম্যাচে ৬৪ পয়েন্ট।