ফ্রেঞ্চ লিগে মোনাকোর বিপক্ষে আজকের ম্যাচে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেইন। আর এই ম্যাচে জিতলেই শিরোপা জয় নিশ্চিত পিএসজির এমনটাই ছিল সমীকরণ।
কিন্তু সব কিছু উল্টে দিয়ে ম্যাচে মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে পিএসজির। কিন্তু কিভাবে?
পিএসজির পরে দ্বিতীয় স্থানে আছে লিল। এই দলটি আজকে ড্র করায় পিএসজির শিরোপা নিশ্চিত হয়। লিগে ৩৩ ম্যাচ খেলা লিল এখনো পিএসজি থেকে পিছিয়ে আছে ১৬ পয়েন্ট।
তাই লিগে বাকি থাকা পাঁচ ম্যাচের সবগুলো জিতলে এবং পিএসজি সব ম্যাচ হারলেও ১ পয়েন্ট এগিয়ে থাকবে প্যারিসিয়ানরা। ফলে মাঠে নামার আগেই শিরোপা জয় নিশ্চিত হয়ে গেল তাদের।