গত শনিবার প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের খেলা মাঠে গড়ানোর আগেই দল গুলো তাদের শক্তি আর দুর্বলতা নিয়ে হিসাব নিকাশ করছে। দুর্বলতাগুলো কাটিয়ে উঠার জন্য নেমে পড়েছে খেলোয়াড় কেনার বাজারে।
এই খেলোয়াড় কেনার বাজারে নেমেই ব্রাজিল থেকে এক তারকাকে উড়িয়ে আনল সাইফ স্পোর্টিং। দুজনের একজন আক্রমন ভাগের এবং একজন মাঝমাঠের খেলোয়াড়।
এরা হলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসান্দ্রো পাদোভানি সেলিন এবং উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক জাকিরভ। রোববার ক্লাবের প্রধান কার্যালয়ে এই দুই ফুটবলারের চুক্তি সম্পন্ন হয়।
প্রথম পর্ব শেষে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগে চারে অবস্থান করছে সাইফ স্পোর্টিং।