ব্রাজিল অধিনায়ক নেইমার কোপা আমেরিকার আগে সুস্থ হয়ে ফিরে আসার জন্য পর্যাপ্ত সময় পাবেন বলেই মনে করেন ব্রাজিল কোচ টিটে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে টিটে এই কথা বলেন।
গত ২৩ জানুয়ারী থেকে মাঠের বাইরে ছিলেন নেইমার। ইনজুরিতে পড়ে মাঠের বাইরে প্রায় তিন মাস কাটানোর পর মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন তিনি।
টিটে বলেন, নেইমার ফিরে এসেছে এবং আমরা আশা করছি সে দ্রুতই তার সেরা ফর্মে ফিরে আসবে।