স্পানিশ লা লিগায় সর্বশেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল বার্সালোনা। এই ম্যাচটি জিতে শিরোপা জেতার খুব কাছেই চলে এসেছে বার্সা।
আর মাত্র একটি ম্যাচ জয় পেলেই বার্সালোনা শিরোপা জিতে যাবে। কিন্তু সেই একটি ম্যাচে নামার আগেই শিরোপা জিতে যেতে পারে বার্সালোনা যদি তিনটি সমীকরণ মিলে যায়।
আজকে মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। এরপরের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ রিয়াল ভ্যালোদলিদ। সেদিন বার্সারও ম্যাচ আছে। তবে সেটা অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচের পর।
১. যদি অ্যাতলেটিকো মাদ্রিদ আজকে হেরে যায় তাহলে শিরোপা নিশ্চিত হবে বার্সার।
২. যদি অ্যাতলেটিকো মাদ্রিদ আজকে ও পরের ম্যাচটি ড্র করে তাহলে শিরোপা নিশ্চিত হবে বার্সার।
৩. যদি অ্যাতলেটিকো মাদ্রিদ আজকের ম্যাচটি জিতলে এবং পরের ম্যাচটি হেরে যায় তাহলে শিরোপা জিতে যাবে বার্সালোনা।