ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন এবারই। কিন্তু ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলাটা হয়ে উঠেনি তার। তবে তাতে কি, আসন্ন কোপা আমেরিকার দলে তার থাকাটাও অনেকটাই নিশ্চিত।
ব্রাজিল ফুটবল ফেডারেশন এরই মধ্যে রিয়াল মাদ্রিদকে জানিয়েছে তাদের ইচ্ছার কথা। ভিনিসিয়াস কোপা আমেরিকায় থাকবে এমনটাই জানিয়েছে তারা।
জাতীয় দলের অনেক ভক্তই চায় ভিনিসিয়াস যেন ব্রাজিল জাতীয় দলে সুযোগ পায় এই টুর্নামেন্টে। কিছুদিন আগে নাইকির ফটোশুটেও প্রধান চরিত্রে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র।
টিটের সহকারীরা জানিয়েছেন, ভিনিসিয়াস যদি ইনজুরিতে না পড়ে তাহলে কোপা আমেরিকা স্কোয়াডে থাকছে। যদিও টিটে তাকে আবারও মাঠে দেখে তারপরই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন।
ভিনিসিয়াস সোলারির অধিনে রিয়াল মাদ্রিদ মুল দলে নিজের জায়গা পাকা করেছিলেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়েছিলেন এবং এখন পর্যন্ত আর মাঠে নামা হয়নি তার।
তবে সম্প্রতি ইনজুরি থেকে ফিরেছেন ভিনিসিয়াস। অনুশীলন করছেন ভালো ভাবেই। আগামীকাল রিয়াল মাদ্রিদের ম্যাচে ফিরতে পারেন এই তারকা।