সান্তিয়াগো সোলারির সময়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তারপর আর মাঠে নামা হয়নি তার।
ধারণা করা যাচ্ছিলো আগামীকাল গেতাফের বিপক্ষে মাঠে নামবেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল জিদানের কথায়।
জিদানের অধিনে এখনো মাঠে নামা হয়নি ভিনিসিয়াসের। তবে ইনজুরি থেকে ফিরে এখন মুল দলের সাথেই অনুশীলন করছেন তিনি। কিন্তু জিনেদিন জিদান এখনই তাকে নিয়ে তাড়াহুড়া করতে রাজি নয়। তাকে ইনজুরি থেকে ভালো করে ফিরে আসার জন্য আরও এক ম্যাচ মাঠে বাইরে রাখতে চান জিদান।
জিদান জানিয়েছেন, ভিনিসিয়াস গেতাফের বিপক্ষে আগামীকালের ম্যাচে খেলছেনা। সে দুই মাস ধরে মাঠের বাইরে ছিল এবং তার সময় প্রয়োজন।
তাই সবকিছু ঠিক থাকলে রায়োভালেকানোর বিপক্ষে মাঠে নামতে পারে ভিনিসিয়াস।