২০১৭ সালে বার্সালোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। এরপর সেখানে দুটি মৌসুম কেটে গেছে। এই দুটি মৌসুমেই ইনজুরির সাথে লড়াই করেছেন নেইমার।
লিগ ওয়ানের খেলার মান নিয়ে নেইমার অসন্তুষ্ট। মাঠে প্রতিপক্ষের অত্যাধিক ফাউলের শিকার নেইমার নিজেও বিরক্ত। সেজন্য পিএসজি ছেড়ে নেইমার চলে আসতে চাচ্ছে এমন গুঞ্জন চারদিকে।
রিয়াল মাদ্রিদ নেইমারকে কেনার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছে। এখনো বাতাসে গুঞ্জন যে মৌসুম শেষে নেইমারের দিকে হাত বাড়াতে পারে রিয়াল মাদ্রিদ।
তবে পিএসজি তারকা বার্নাট চাননা নেইমার রিয়াল মাদ্রিদে যাক। তিনি বলেন, এটা আমাকে কষ্ট দিবে যদি দেখি নেইমার রিয়াল মাদ্রিদে খেলছে। নেইমার পিএসজির খেলোয়াড় এবং তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি চাইনা সে রিয়াল মাদ্রিদে খেলুক।