নেইমার নাকি এমবাপ্পে? কে সেরা? কিছুদিন আগেও এমন প্রশ্ন করাটা ছিল নিছকই বোকামি। কেননা নেইমারকে ধরা হত বিশ্বের তৃতীয় সেরা খেলোয়ার হিসেবে। অন্যদিকে এমবাপ্পের ক্যারিয়ার মাত্র শুরু।
কিন্তু ২ বছরের ব্যবধানে পুরো চিত্র পাল্টে গেছে। নেইমার ইনজুরিতে দুই বছরই মাঠের বাইরে চলে গেল প্রায় অর্ধেক মৌসুমের জন্য। অন্যদিকে ইনজুরি ছুতেই পারেনি এমবাপ্পেকে। একই সাথে সে জিতে নিয়েছে বিশ্বকাপ। তারমধ্যে আবার দুই তারকা খেলেন একই ক্লাবে।
দুই তারকার এই তুলনায় প্রশ্নটা করা হয়েছিল পিএসজি তারকা বার্নাটের কাছে। বার্নাট বলেন, নেইমার এবং এমবাপ্পে দুজনেই গ্রেট খেলোয়াড়। যদি আমাকে একজন পছন্দ করতে বলা হয় তাহলে আমি পারবনা। কারণ দুজনেই সেরা।
“আমি মনে করি এমবাপ্পে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তার বয়স মাত্র ২০ এবং সে তরুণ। সে এরই মধ্যে একজন নেতা হিসেবে নিজেকে প্রকাশ করেছে। আমি নিশ্চিত ভবিষ্যতে সে ব্যালন ডি অর জিতবে।”
“নেইমার অন্যরকম এক খেলোয়াড়। সে এমবাপ্পের থেকে আলাদা। বল পায়ে নেইমার হল ম্যাজিশিয়ান। এমবাপ্পের আছে দুর্দান্ত গতি। কিন্তু দুজনের লক্ষ্যই এক। জিততে হবে সব কিছু।”