ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। গতরাতে তারা হোডার্সফিল্ডকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।
এদিন ম্যাচের প্রথম মিনিটেই নেভি কেইটার গোলে এগিয়ে যায় লিভারপুল। মোহাম্মদ সালাহর পাস থেকে গোলটি করেন তিনি। এই গোলের ২২ মিনিট পর সাদিও মানের গোলে ব্যবধান দ্বিগুন করে অলরেডরা। রবার্টসনের পাস থেকে গোলটি করেন তিনি।
বিরতিতে যাওয়ার আগেই স্কোরশীটে নাম লেখান সালাহ। আরনল্ডের পাস থেকে গোল করে বিরতির আগে ব্যবধান ৩-০ করেন মিশরীয় তারকা।
বিরতিতে যাওয়ার আগে যেখানে শেষ করেছিল লিভারপুল, সেখান থেকেই ফের শুরু করে তারা বিরতির পর। ম্যাচের ৬৬ মিনিটে হেন্ডারসনের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সাদিও মানে। আর ৮৩ মিনিটে রবার্টসনের পাস থেকে হোডার্সফিল্ডের জালে শেষ পেরেকটি ঠুকে দেন সালাহ।
এই জয়ে ৩৬ ম্যাচ শেষে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল লিভারপুল। এক ম্যাচ কম খেলা সিটির সংগ্রহ ৮৯।