ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াই জমে উঠেছে। লুকোচুরি খেলা চলছে লিভারপুল এবং ম্যানসিটির মধ্যে। প্রিমিয়ার লিগের মাত্র দুই রাউন্ড বাকি থাকলেও শিরোপা এখনো কারো ভাগ্যেই নিশ্চিত হয়নি।
এমন কঠিন শিরোপার লড়াইয়ের সাথে সাথে লড়াই হচ্ছে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল দাতা নিয়েও। এখানে অবশ্য লড়াইটা হচ্ছে লিভারপুলেরই দুই তারকার মধ্যে। তবে লড়াইয়ে আছেন ম্যানসিটি, আর্সেনালের তারকারাও।
লিগে সবচেয়ে বেশি গোল মোহাম্মদ সালাহর। ২১টি গোল করেছেন তিনি। দুই নম্বরে আছে লিভারপুলের আরেক তারকা সাদিও মানে। তার গোল ২০টি।
তিনে থাকা দুইজন হলেন আউবামেয়াং ও অ্যাগুয়েরু। দুজনেরই গোল ১৯টি করে। ১৭টি গোল করেছেন হ্যারি কেইন ও রাহিম স্টার্লিং। হ্যাজার্ড ও জিমি ভার্দির গোল আছে ১৬টি করে।
পগবা, লাকাজেত্তা, সিগার্ডশন ও রিচারলিশনের গোল আছে ১৩টি করে।