ল্যাতিন আমেরিকা ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা। আর এই কোপা আমেরিকার জন্য আগামী ১৭ এপ্রিল দল ঘোষণা করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
ব্রাজিলের গ্লোবো স্পোর্ত জানিয়েছে, এপ্রিল মাসের ১৭ তারিখ ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করা হবে।
এবারের কোপা আমেরিকার আসর অনুষ্ঠিত হবে ব্রাজিলের মাটিতে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল এই শিরোপা জিততে মরিয়া।
নামে, শক্তিতে বর্তমানে ব্রাজিলের কাছাকাছি শক্তিরও কোন দল নেই ল্যাতিন আমেরিকাতে। তাই এবারের কোপা আমেরিকাতে সবচেয়ে ফেভারিট তারাই।